টাকার জন্য শরীরের চামড়া বিক্রি!


টাকার জন্য শরীরের চামড়া বিক্রি!



আন্তর্জাতিক ডেস্ক:অপারেশনের মাধ্যমে স্তনের আকার পরিবর্তন ও গোপনাঙ্গের বৃদ্ধি করার প্রবনতা বর্তমান সময়ে অত্যন্ত প্রকট। ‘ব্রেস্ট ইমপ্ল্যান্ট’ বা ‘এনলার্জ’ করার কৃত্রিম এই পদ্ধতিতে প্রয়োজন হয় অতিরিক্ত চামড়ার। তবে কেউ কখনো জানতে চায় না কোথা থেকে আসে এই অতিরিক্ত চামড়া?
সম্প্রতি ‘ইয়ুথ কি আওয়াজ’ নামের একটি ওয়েবসাইটের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে গরীব মেয়েদের কাছ থেকে ক্রয় করা হচ্ছে এই চামড়া।
চাঞ্চল্যকর এই প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপালের গরিব নারীদের প্রতারণার মাধ্যমে চামড়া বিক্রিতে বাধ্য করা হয়। কসমেটিকসের বাজারে প্রতি ১৩০ স্কোয়ার সেন্টিমিটার বা প্রতি ২০ বর্গ ইঞ্চি চামড়া বিক্রি করা হয় ১০ হাজার টাকায়।

ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নেপাল থেকে যুবতী, মহিলাদের ভারতের শহরগুলিতে পাচার করা হয়। সেখানে যৌনপল্লিতে তাদের বিক্রি করে দেওয়া হয়। কয়েক বছর পর ড্রাগ দিয়ে অজ্ঞান করে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের চামড়া বের করা হয়। যা পাঠানো হয় ভারতের বিভিন্ন ল্যাবে। ল্যাবে এই চামড়া প্রক্রিয়াকরণের পর পাঠানো হয় মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের বিভিন্ন দেশে। সেখানেই কসমেটিক সার্জারির কাজে ব্যবহৃত হয় ওই চামড়া।
চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ্যে আসার পরই নরেচড়ে বসেছে নেপাল সরকার। দেশের নারী, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী কুমার খাদকা জানিয়েছেন, এই খবর শুনে নেপালের সরকার স্তম্ভিত। সরকার এর তদন্ত করবে এবং দোষীদের শাস্তি দেবে।
নারী ও শিশু পাচার এবং দেহব্যবসার জন্য প্রায়ই নেপাল খবরের শিরোনাম হলেও এই প্রথমই চামড়া পাচারের অভিযোগ উঠেছে দেশটির বিরুদ্ধে। খবরটি প্রকাশ্যে আসার পরই অবিলম্বে সরকারকে ব্যবস্থা নেওয়ার দাবিতে রাস্তায় নেমেছে বিভিন্ন এনজিও।